কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:০৯ পিএম
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:০৯ পিএম
ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের কালীগঞ্জের আরিফ হোসেনকে (৪৫) ফাঁদে ফেলে মিয়ানমারে নিয়ে বন্দি করে ও নির্যাতন চালিয়ে কয়েক ধাপে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে মানবপাচার চক্রের সদস্যরা।
চাঞ্চল্যকর এ ঘটনায় এক রোহিঙ্গাসহ মানবপাচার চক্রের চার সদস্যকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বন্দি আরিফ হোসেন কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “চাঞ্চল্যকর এই ঘটনায় এক রোহিঙ্গাসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।”
ইএইচ