হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:৫৫ পিএম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:৫৫ পিএম
শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, মানবিক মানুষ হতে হবে এবং বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ, এসএসসি ২০২৪ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো রাজনীতি চলবে না। সৃষ্টিকর্তা যদি আমাকে কখনো সেই সুযোগ দেন, তাহলে আমি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ করবো।" এ সময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, "শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য প্রস্তুত করলেই হবে না, তাদের মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রকল্প পরিচালক মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, কৃষকদলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
ইএইচ