Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

যৌথবাহিনীর অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:০১ পিএম


যৌথবাহিনীর অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।

এর আগে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)।

পুলিশ জানায়, আটককৃতরা নিজ বাড়িতে মাদক সেবন করছিল। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রঙের ১৫টি ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার জব্দ করা হয়। পরে আটককৃতদের রাজারহাট থানায় সোপর্দ করা হয়।

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন জানান, "আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।"

ইএইচ

Link copied!