সাভার প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:১৩ পিএম
সাভার প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:১৩ পিএম
সাভারের আশুলিয়ায় দীর্ঘ ১৬ বছর ধরে প্রতি মাসে বিল পরিশোধ করেও চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাখা অফিসের সামনে গিয়ে সমবেত হন তারা।
এ সময় রমজানের আগে গ্যাস সরবরাহ নিশ্চিত না করা হলে তিতাস অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, আয়নাল মার্কেট, হক মার্কেট, শের আলী মার্কেট, আড়িয়ার মোড়সহ আশেপাশের এলাকায় কয়েক লাখ মানুষের বসবাস। বৈধ সংযোগ থাকলেও গত ১৬ বছর ধরে তারা গ্যাস পাচ্ছেন না, অথচ প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে।
অন্যদিকে, কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, আর অবৈধ ব্যবহারকারীরা ঠিকমতো গ্যাস পাচ্ছে। অথচ, বৈধ গ্রাহকরা প্রতিনিয়ত গ্যাস সংকটে ভুগছেন।
তারা আরও জানান, "তিতাস কর্তৃপক্ষকে বহুবার লিখিতভাবে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কিছুদিন পর রাতের আঁধারে আবার সংযোগ দেওয়া হয়। এতে বৈধ গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। গ্যাস না থাকায় ভাড়াটিয়ারা চলে যাচ্ছেন, নতুন ভাড়াটিয়ারা আসতে আগ্রহী নন। রমজানের আগে যদি গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হয়, তাহলে কঠোর আন্দোলনে যাব।"
মানববন্ধনে ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুল হোসেনের নেতৃত্বে মো. কফিল মণ্ডল, মো. শওকত শিকদার, আবু রাসেল, মো. শামসুল আলম, মো. আলম হোসেন ও মো. পাখিসহ কয়েকশ’ বাড়িওয়ালা অংশ নেন।
সবশেষে, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
ইএইচ