Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

বৃদ্ধার গায়ে গরম পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:৪৫ পিএম


বৃদ্ধার গায়ে গরম পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা

মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধের জের ধরে সাহেরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধাকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ডাসার থানায় একটি মামলা হয়েছে। মামলায় ডাসারের কমলাপুর গ্রামের অলিউর মুন্সি (৩৩) ও সেফালী বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছে ডাসার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার কমলাপুর গ্রামে রোববার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী তমিজউদ্দিন, অলিউর মুন্সি ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার সরদারের বসতবাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সাহেরুন নেছা নামে এক বৃদ্ধার শরীরে কেমিক্যাল মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়।

এ ঘটনায় দগ্ধ বৃদ্ধা সাহেরুন নেছাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার শুক্রবার বাদী হয়ে তমিজউদ্দিন সরদারসহ ১২ জনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন। সেই মামলায় অলিউর মুন্সি ও সেফালী বেগমকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।

বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার বলেন, "গরম পানিতে আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে। তিনি হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। আমি দোষীদের বিচারের দাবি জানাই।"

এ বিষয়ে ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, "মামলার পরে এজাহারভুক্ত আসামী অলিউর মুন্সি ও সেফালী বেগমকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।"

ইএইচ

Link copied!