Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

নীলফামারীতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:৫৭ পিএম


নীলফামারীতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে নীলফামারীতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ  মিছিল  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,নীলফামারী  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আসিক,ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি  সাইয়েদ গোলাম আযম,ইসমাইল হোসেন মুজাহিদ আলি শাহ,রুদ্র ইসলাম,গৌরঙ্গ শর্মা সহ সাধারণ শিক্ষার্থী ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা  জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সারাদেশে সন্ত্রাসী, অনিয়ম ও ধর্ষণের মত নেক্কারজনক  কাজ করতেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।


বিআরইউ

Link copied!