Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

ভূঞাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:৩৭ পিএম


ভূঞাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশনে ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার পৌর এলাকার ফসলান্দি থেকে তাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

ইকো মিয়া উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুশুয়া গ্রামের মৃত আ. মান্নানের ছেলে।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ভূঞাপুর থানা পুলিশের একটি দল পৌর এলাকার ফসলান্দিতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম।

ইএইচ

Link copied!