Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:৪১ পিএম


নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৭টি মামলার এজাহারভুক্ত আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪১) ও তার আপন ছোট ভাই বিপুল শেখ (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাবুল শেখ ওরফে ধলা বাবুল ও তার ছোট ভাই বিপুল শেখ, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মোঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!