Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:২৯ পিএম


সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটে আওয়ামী লীগের পলাতক ঠিকাদারের রাস্তার অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে এক কিলোমিটারজুড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী অংশ নেন।

সদর উপজেলার উত্তর সাপটানা বটতলা থেকে মোগলহাট টেম্পু স্ট্যান্ড পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার কাজ অসম্পূর্ণ রেখেই প্রথম কিস্তির বিল তুলে লাপাত্তা হন আওয়ামী লীগের ঠিকাদার প্লাবন মিয়া।

২০২১ সালে "ঘূর্ণিঝড় আম্পান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্প"-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বেলাল কনস্ট্রাকশন ও হামিদ ট্রেডার্স। পরে সাব-ঠিকাদার হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা প্লাবন মিয়ার মাধ্যমে সংস্কার কাজ শুরু হলেও কিছুদিন পর অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়।

গত তিন বছরেও সংস্কারকাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষায় রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, আর শুকনো মৌসুমে প্রচণ্ড ধুলায় পরিবেশ দূষিত হয়। অটোরিকশা, রিকশা ও অন্যান্য যানবাহন বিকল হয়ে পড়ায় যাত্রীদের মাঝপথে নেমে হাঁটতে হয়। রোগী ও কৃষি পণ্য পরিবহনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় চাউলকল ব্যবসায়ী সামছুল হক।

এতে বক্তব্য দেন অটোরিকশা চালক সমিতির সভাপতি সতেন্দ্র নাথ বর্মন, পথচারী কাজু মোল্লা, যুবদল নেতা নুরনবী হোসেন, ফরহাদ হোসেন, ময়েন উদ্দিন ময়েন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শুকুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, পল্লী চিকিৎসক আয়নাল হক, ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।

এ বিষয়ে মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলম বলেন, "ওই রাস্তাটির টেন্ডার বাতিল করার কার্যক্রম চলমান রয়েছে। পুনর্মূল্যায়ন শেষে নতুন করে টেন্ডার আহ্বান করা হবে।"

ইএইচ

Link copied!