নাটোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:২৪ পিএম
নাটোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:২৪ পিএম
নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
তিনি বলেন, "১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মাঠে লড়াই করে গেছে। এই দীর্ঘ লড়াইয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, ৬০ লাখ মামলা হয়েছে, ইলিয়াস আলীর মতো অনেক নেতাকে গুম-খুন করা হয়েছে। তবুও বিএনপি দমে যায়নি। তারা জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্রজনতার সাথেই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যুক্ত ছিল।"
বলেন, "ড. ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় বিএনপিসহ সকল রাজনৈতিক দলের পরামর্শ নেওয়া হয়েছিল। তখন তো সংস্কারের পর নির্বাচনের কথা আসেনি। তবে এখন কেন সংস্কারের ওপর এত জোর দেওয়া হচ্ছে?"
আজম বলেন, "এই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। তিনিই নেপথ্যে থেকে ছাত্রদল, যুবদলসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছাত্রজনতার সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে যেতে নির্দেশ দেন। তাই তার হাত ধরেই বাংলাদেশের সংস্কার সম্ভব।"
টাঙ্গাইলের এই বর্ষীয়ান নেতা মো. আজম বলেন, "ড. মোহাম্মদ ইউনুসের উচিত নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে জয়ী দল অর্থাৎ বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সাথে চলে যাওয়া। সংস্কারের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এটি রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব। আর সংসদে আইন পাস হয়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সংসদে আইন পাস করার কোনো ম্যান্ডেট নেই। তাই যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব শেষ করা উচিত।"
সোমবার বিকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মোর্শেদ, বিএনপির নেতা আব্দুল আজিজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা পুতুল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জিল্লুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, দাউদার মাহমুদ প্রমুখ।
ইএইচ