Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫,

‘ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না’

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি:

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১২:৪০ পিএম


‘ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের কোনো বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না। দিনের ভোট রাতে নিয়ে তিনি জোর পূর্বক ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন।  শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে দিনের বেলায় ভোটকেন্দ্রগুলোতে ভোটার থাকতো না। ভোটার শূণ্য ভোটকেন্দ্রের মাঠে কুকুর বিচরণ করতো। অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, জুলুম, নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা। ফলে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে জীবনবাজি রেখে তাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না। 

মুহাম্মদ শাহজাহান বলেন, শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নয়; আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা গোষ্ঠীকেও জনগণ শাসন ক্ষমতায় আসতে দিবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌর সদরে অবস্থিত আদর্শ মহিলা মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলা, মামলা, জুলুম, নির্যাতনের শিকার জামায়াত - শিবিরের নেতা - কর্মী - সমর্থকদের সম্মানে এ মিলনমেলার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া - লোহাগাড়া সংসদীয় আসনের সাবেক এম. পি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ শাহজাহান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খাঁন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান প্রমূখ।

বিআরইউ

Link copied!