Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫,

সরিষাবাড়ীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৩:২৯ পিএম


সরিষাবাড়ীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের মহাদান ইউনিয়নের মহাদান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব‍্যক্তি হলেন- বগুড়ার সোনাপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও আহত হয়েছেন সাব্বির হোসেনের ছেলে বাবু মিয়া (৩০)। তারা সাফলাই পানির বডিং এর কাজ করেন বলে জানা যায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল যোগে তারা দুইজন পোগলদীঘা ইউনিয়নের বয়ড়া বাজার যাচ্ছিলেন। পথে মহাদান ইউনিয়নের বারইপটল ব্রিজ পার হলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মরা নারিকেল গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।

এ সময় মোটর সাইকেল চালক মাথায় প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই আশরাফুল মারা যায়। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  

বিআরইউ

Link copied!