Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনায় নিহত ১

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৪৭ পিএম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮জন । 

মঙ্গলবার বেলা সোয়া ১২টা দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ইসলামপুর এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের মাঝ বরাবর ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা বরযাত্রীদের মধ্যে ৯জন গুরুতর আহত হয়, পরে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টাঙ্গাইল গামী মাইক্রোবাসটি বাস্তায় দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনটি ঘটে।

জানা যায়, ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে টাঙ্গাইল নগর জালফৈ বাইপাস এলাকায় বরযাত্রী কনের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।

বর যাত্রীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, 
আহতের পরিচয় জানা গেলেও নিহতের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আক্রান্তদের প্রায় সকলের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে।

বিআরইউ

Link copied!