সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
বগুড়ার সোনাতলায় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মীদের সাথে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৌর সদরের ফাতেমা কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, উপজেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুর রহিম কাজী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির অন্যতম সদস্য শ্রী গকুল কুমার সাহা ও শ্রী গোপাল চন্দ্র প্রমুখ।
সুধী সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের নায়েবে আমির ও উপজেলা কর্মপরিষদের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম, পৌর আমীর ও উপজেলা কর্মপরিষদের সদস্য এ.এম.এম জাহিদুল হক, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মনোরঞ্জন সাহা, দিগদাইড় ইউনিয়ন আমীর মহিদুল ইসলাম, তেকানী চুকাইনগর ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক বিএসসি, উপজেলা জামায়াতের কার্যালয় প্রকাশনী সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্য শাকিরুল ইসলাম শাকিল, মধুপুর ইউনিয়ন আমীর শাহ্ আলম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি তারেক রহমানসহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ।
বিআরইউ