Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫,

সন্দ্বীপে বিয়ের দাবি মেনে না নেয়ায় অন্ত্বঃস্বত্ত্বা নারীর আত্মহত্যা, গ্রেফতার ২

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:০৮ পিএম


সন্দ্বীপে বিয়ের দাবি মেনে না নেয়ায় অন্ত্বঃস্বত্ত্বা নারীর আত্মহত্যা, গ্রেফতার ২

চট্টগ্রামের সন্দ্বীপে বিয়ের দাবি মেনে না নেয়ায় এক নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। আত্মহত্যার শিকার নারীর নাম রেহেনা বেগম।তিনি কুমিল্লার বাসিন্দা। আত্মহত্যার এ ঘটনায়  গ্রেফতারকৃত ব্যক্তির নাম তারেক ও আকতার হোসেন। তাঁরা দুইজনে পিতা-পুত্র এবং সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

সন্দ্বীপ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তারেক চট্টগ্রামের পতেঙ্গায় স্বামী-স্ত্রী পরিচয়ে রেহেনার সাথে ঘর ভাড়া নিয়ে থাকত। এক পর্যায়ে রেহেনা তিন মাসের গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ার পর তারেককে বিয়ে করতে বলে। তারেক সেটি না মেনে পালিয়ে সন্দ্বীপ চলে আসে। খোঁজ নিয়ে ভিকটিম রেহেনা  সন্দ্বীপ এসে  অভিযুক্ত তারেকের বাড়িতে বিয়ের দাবি জানায়। দাবি মেনে না নেয়ায় তারেকের বাড়ির সামনে বিষপানে আত্মহত্যা করে।

আত্মহত্যার ঘটনা ও মামলার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল আলম জানান, ভিকটিমের লাশ হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরএস

Link copied!