Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

মাসুদ রানা, ধামরাই (ঢাকা)

মাসুদ রানা, ধামরাই (ঢাকা)

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:২০ পিএম


ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশ থেকে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিচার দ্রুত সম্পন্ন করা এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বুধবার সকালে ধামরাই উপজেলার কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজ গেট থেকে শুরু হয়ে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিলটি চলে।

পরে শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেয়।

মানবিক বিভাগের শিক্ষার্থী মিমি আহমেদ বলেন, "দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে, কিন্তু বিচারপ্রক্রিয়া অনেক ধীরগতির। আমরা চাই, ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।"

সমাবেশে দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, "প্রতিনিয়ত আমাদের নারীরা সহিংসতার শিকার হচ্ছেন, অথচ অপরাধীরা শাস্তি পাচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এসব অপরাধ আরও বাড়বে। আমরা চাই, সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিক এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করুক।"

কারিগরি বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, "ধর্ষণের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। আমরা চাই দ্রুত বিচার কার্যকর করা হোক, যাতে অপরাধীরা ভয় পায় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।"

মানবিক বিভাগের শিক্ষার্থী মো. নয়ন বলেন, "আমাদের সংগ্রাম নারী নিরাপত্তার জন্য। ধর্ষণের ঘটনা বাড়ার আগেই দোষীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।"

ভালুম আতাউর রহমান খান কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুনুর রশীদ বলেন, "আমাদের শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। তাদের এ দাবি যৌক্তিক, এবং প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।"

কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, "ধর্ষণের বিরুদ্ধে পুরো দেশ আজ সোচ্চার। আমাদের শিক্ষার্থীরাও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে। আমরা চাই, ন্যায়বিচার নিশ্চিত হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক।"

ইএইচ

Link copied!