ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:০৯ পিএম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:০৯ পিএম
‘আইসো বাহে চর বাঁচাই’—স্লোগানে চরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটি এ কর্মসূচী আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব এসএম আশরাফুল হক রুবেল ও ডা. মাহফুজুর রহমান মারুফ প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, "কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। কুড়িগ্রামে প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার চর রয়েছে। এইসব চরে প্রায় সাড়ে ৫ লাখের অধিক মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে এসব মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।"
তিনি অভিযোগ করেন, "জেলার চরগুলোয় প্রায় দেড়শতাধিক এনজিও কাজ করে। কিন্তু এনজিগুলো চরের একজন মানুষকেও স্বাবলম্বী করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কিন্তু কি করেছে? একদিকে বাঁধে, অন্যদিকে ভাঙে। তারা এমনভাবে কাজ করে যাতে পরের অংশটা ভাঙে। টাকা আনবে, টাকা খাবে। ওটাকে পানি উন্নয়ন বোর্ড বলা যাবে না, `মানি উন্নয়ন বোর্ড` বলতে হবে। কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা ভালো হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।"
এ সময় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নিজাম উদ্দিন ও অধ্যাপক নাজমুননাহার বিউটি সহ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার চর উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচ