Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

হাতীবান্ধায় বাজার রক্ষার্থে মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:৪১ পিএম


হাতীবান্ধায় বাজার রক্ষার্থে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে যত্রতত্র বাজার বসানোর ফলে সরকারি ইজার কৃত শহীদ মুক্তিযোদ্ধা বাজার ধ্বংসের পথে। তাই অবৈধ বাজার উচ্ছেদ করে ইজারাকৃত বাজার রক্ষার্থে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শহীদ মুক্তিযোদ্ধা বাজারের ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা বাজার কমিটির ব্যানারে উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে বিগত দিনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা বাজারটি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর সরকারি ভাবে লক্ষ-লক্ষ টাকার মাধ্যমে ইজারা হয়। ইজারাদাররা টোল আদায় করেন, কিন্তু সদর এলাকায় বিচ্ছিন্নভাবে মাছ, মাংসসহ বিভিন্ন কাঁচা তরিতরকারির ছোট ছোট অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বসায়। এর ফলে এলাকার পরিবেশ ও শহীদ মুক্তিযোদ্ধা বাজারের স্থায়ী দোকানদারদের পুঁজি ধ্বংস হচ্ছে। প্রশাসন যদি অবৈধ বাজার উচ্ছেদ না করে, তবে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ব্যবসায়ীরা।

বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সরকারি ডাককৃত বাজার রেখে যেখানে সেখানে পণ্য বিক্রি করা আইনগত দণ্ডনীয়। অবৈধভাবে গড়ে ওঠা বাজারগুলো থেকে সরকার টোল থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে আমরা স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর লোকসানের সম্মুখীন হচ্ছি।

মানববন্ধন ও সড়ক অবরোধে বিশাল যানজট সৃষ্টি হলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া সেখানে এসে অবৈধ বাজার উচ্ছেদের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

ইএইচ

Link copied!