পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:৪৫ পিএম
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:৪৫ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় হৃষ্টপুষ্টকরণ পিজিভুক্ত খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার সকালে অফিস চত্বরে এসব উপকরণ খামারীদের মাঝে বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ।
এ সময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল মাওয়া, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আতাউর রহমান প্রধান, প্রাণিসম্পদ মাঠ সহকারি মতিউর রহমান, ময়নুল ইসলাম, এসএসপি মোছা. মোর্শেদা খাতুন ও এআই টেকনিশিয়ান মোস্তাফিজার রহমান প্রমুখ ছাড়াও ডেইরি পিজিভুক্ত খামারীরা উপস্থিত ছিলেন।
এ উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের হৃষ্টপুষ্টকরণ পিজিভুক্ত ৩টি গ্রুপের ৯০ জন খামারীর মাঝে ট্রলি, পানির মোটর, বেলচা, ফ্লোর ম্যাট ও ল্যাকটোমিটার বিতরণ করা হয়।
ইএইচ