Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

ডাসারে অবৈধ নির্মাণাধীন ৭টি দোকান ভেঙে দিলো প্রশাসন

ডাসার প্রতিনিধি

ডাসার প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:৫৩ পিএম


ডাসারে অবৈধ নির্মাণাধীন ৭টি দোকান ভেঙে দিলো প্রশাসন

সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছেন মাদারীপুরের ডাসার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীন।

বুধবার সকালে উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার হাইওয়ে রোড সংলগ্ন সরকারি খাস জমিতে ৭টি নির্মাণাধীন দোকান উচ্ছেদ করেন ডাসার উপজেলা প্রশাসন।

অবৈধ উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ডাসার থানা পুলিশ, উপজেলা আনসার সদস্য, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, ভাঙ্গা ব্রিজ এলাকায় সরকারি তফসিলভুক্ত খাস সম্পত্তিতে একটি প্রভাবশালী মহল অবৈধ ৭টি দোকান নির্মাণ করলে খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্মাণাধীন দোকানগুলো ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছি। এ অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।

ইএইচ

Link copied!