Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

আইনশৃঙ্খলা মিটিংয়ে এসে আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান গ্রেপ্তার

মেলান্দহ প্রতিনিধি

মেলান্দহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৩২ পিএম


আইনশৃঙ্খলা মিটিংয়ে এসে আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিংয়ে এসে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার ৪ জন চেয়ারম্যান।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং শ্যামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এস সায়েদুর রহমান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, অপারেশন ডেভিল হান্ডারের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!