Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:০২ পিএম


সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে আলমগীর হোসেন (৩২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় পোগলদীঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদীঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আলমগীর হোসেন ও মালিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে নিপা (২৩) এর সঙ্গে ৬ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকতো। বিভিন্ন কারণে কলহের জের ধরে ঘরের দরজায় ঝুলিয়ে আলমগীর হোসেন আত্মহত্যা করে।

স্বামী-স্ত্রীর সংসারে নানা বিষয় নিয়ে কলহের কারণে কিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিল বলে স্থানীয় প্রতিবেশীরা জানান।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ সুরতহাল করেছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

ইএইচ

Link copied!