Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচার দোকান পুড়ে ভস্মীভূত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:১৮ পিএম


মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচার দোকান পুড়ে ভস্মীভূত

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বন্দরের নতুন মহাসড়কের তিন রাস্তার মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফার্নিচারের টিনশেড দোকানটি পুড়ে ছাই হয়ে যায় এবং পাশে একটি ৫তলা ভবন ও অটো গাড়ির পার্টসের দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্নিচার তৈরির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, সুবিদখালী বন্দরের আ. বারেক খানের পুত্র মো. শাকিল খানের ঘর ভাড়া নিয়ে মো. আরিফ নামে এক ব্যক্তি ফার্নিচার তৈরির ব্যবসা করতেন। দুপুর সাড়ে ১২টার দিকে ফার্নিচার তৈরির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এক পাশে থাকা মো. শাজাহান মিয়ার পাঁচতলা ভবন ও অন্য পাশে থাকা একটি অটো গাড়ির পার্টসের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ফার্নিচারের টিনশেড চৌচালা দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ দেওয়া হলে ৩০-৪০ মিনিট পর একজন ফায়ারফাইটারসহ ফায়ার সার্ভিসের একটি গাড়ি অগ্নিকাণ্ডস্থলে পৌঁছলে স্থানীয় সাধারণ মানুষ এসময় বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার পূর্বেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় ৮০% আগুন নিয়ন্ত্রণে এনে পাঁচতলা ভবনটি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের পাওয়ার হাউস ইন্সপেক্টর মো. সুমন জানান, "আমরা ঘটনা স্থলে গিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনি। পাঁচতলা ভবন ও পার্শ্ববর্তী অটো পার্টসের দোকানে আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়তো। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।"

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আরিফ জানান, "দোকানটি বন্ধ ছিল, আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি আগুনে পুড়ে দোকানটি ছাই হয়ে গেছে। কয়েকজন গ্রাহকের দেড় লাখ টাকার ফার্নিচার ডেলিভারির জন্য সম্পূর্ণ রেডি করা ছিল। আগুনে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।"

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, "অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তাদের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করতে বলেছি। আমরা দ্রুত সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবো।"

ইএইচ

Link copied!