আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৬:১৩ পিএম
আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৬:১৩ পিএম
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের বিকল্প নেই। যারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছে, তাদের সেই ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে স্বনির্ভর করার জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।
বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ব্যক্তিদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ১৬ জন উপকারভোগীর মাঝে প্রায় সাড়ে তিন লাখ টাকার আয়বর্ধনকারী সামগ্রী—চা স্টলের দোকান, কাপড়ের দোকান, মনিহারি দোকান এবং কাঁচামালসহ শতাধিক পণ্য বিতরণ করা হয়।
বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, "সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির পরিধি আরও বৃদ্ধি করা হবে।"
ইএইচ