Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫,

লিবিয়ায় মাফিয়া ফাঁদ

বাবা নিখোঁজ, পঙ্গু হয়ে ফিরলেন ছেলে

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৮:৫০ পিএম


বাবা নিখোঁজ, পঙ্গু হয়ে ফিরলেন ছেলে

লিবিয়ায় মাফিয়া চক্রের নির্মম নির্যাতনের কথা কারোই অজানা নয়। তাদের সাজানো ফাঁদে পা দিয়ে প্রতি বছর জীবন হারাচ্ছেন শত শত যুবক। এখনো অনেকেই রয়েছেন নিখোঁজ। কেউ কেউ মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রাণে রক্ষা পেলেও দেশে ফিরেছেন পঙ্গু ও নিঃস্ব হয়ে। এমনি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে বাড়ি ফিরে আসেন মো. আসিফ আহমেদ  (২২) নামে এক যুবক। 

সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মো. ইউসুফ মাতুব্বরের ছেলে। মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবর্তী গ্রামের মানবপাচারকারী দালাল মেহেদী হাসান ওরফে মঞ্জেলের খপ্পরে পড়ে পঙ্গুত্ববরণ করে দেশে ফিরেছেন তিনি। প্রায় ৩ বছর আগে লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন তারা বাবা ইউসুফ মাতুব্বর।

এক মাসের অধিক সময় যাবত দালাল মঞ্জেলকে দেওয়া ২৬ লক্ষ টাকা ফেরত পাওয়ার আসায় ঘুরছেন অসহায় আসিফ। মামলা করলে হত্যার হুমকি ও টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে নিজ বসতবাড়ি ছেড়ে পালিয়ে গেছে দালাল। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও রয়েছে বন্ধ। এজন্য দালালের খোঁজে কয়েকদিন পরপরই রাজৈর উপজেলার সত্যবর্তী গ্রামে আসেন আসিফ।

ভুক্তভোগী মো.আসিফ আহমেদ বলেন, দালাল মেহেদী হাসান মঞ্জেলের সঙ্গে ১৪ লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়েছিল। সে বলছিল এক সপ্তাহের মধ্যে তোমরা ইতালি থাকবা। এরকম বইলা প্রথমে ঢাকা থেকে বিমান ফ্লাইটে দুবাই নেছে। সেখান থেকে কুয়েত-মিশর দিয়ে লিবিয়ার বেনগাজিতে পাঠায়। ওখানে রিসিভ করার পর থেকেই শুরু হয় অমানবিক নির্যাতন। তিনদিন বেনগাজিতে একটি ঘরে আমাদের রাখা হয়, যাকে বলা হয় রিসিভ ক্যাম্প। ওই ক্যাম্পের মালিক আকাশ নামে এক দালাল। সেই রিসিভ ক্যাম্পে আটকে রেখে ৮ লক্ষ টাকা নেয় দালাল মঞ্জেল। ঠিক মতো খাবার দিতো না। কোন কথা বললেই মারধর করতো। সেই ক্যাম্পে আরো প্রায় ৪০০/৫০০ জন বাংলাদেশি লোক বন্দী ছিল। তাদের শরীর পঁচে যাওয়ার মতো অবস্থায় ছিল। তিনদিন পর সেখান থেকে আবার আমাদের একটা গাড়িতে করে বেনগাজীর গুয়াসায় শিপন নামে আরেক দালালের ক্যাম্পে নিয়ে যায়। সেই ক্যাম্পটা ছিল বড় একটা গোডাউনের মতো। ভিতরে বন্দী ছিল প্রায় ১২০০ মানুষ। ওই জায়গায় নেওয়ার পর ফোন ও পাসপোর্ট সব কেড়ে নিয়ে যায় এবং বাড়িতে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন আমার পরিবারের কাছ থেকে দালাল মঞ্জেল আরো ৬ লক্ষ টাকা নেয়। এভাবে সাত দিনে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পরে গেম দেওয়ার কথা বলে একটা হাইয়েজ গাড়িতে তুলে আমাদের ১০ জনকে বেনগাজির অন্য এক স্থানে পাঠায়। পরে অন্ধকার একটা ঘরের মধ্যে ঢোকালে সেখানে বন্দী থাকা লোকদের কাছ থেকে জানতে পারি ওইটা মাফিয়া ঘর। মিলন নামে এক মাফিয়া আমাদের কিনে নিয়েছে। কিছুক্ষণ পরেই আমাকে একা অন্য একটি রুমে নিয়ে আরো ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এসময় তাদের ফোন দিয়ে দালালকে কল করে বিষয়টি জানালে সে বলে তারা যা চায় দিয়ে দেও নাহলে তোমার ক্ষতি হবে। তখন আমি বললাম আপনাকেতো ১৪ লাখ দিছি এখন আবার এতো টাকা পাবো কই। এ কথা শুনেই মাফিয়ারা আমাকে মারধর শুরু করে। আমার দুই পাঁয়ে প্রতিদিন হাতুড়ি দিয়ে পিটাইতো আর বাড়িতে ভিডিও কল দিয়ে দেখাইতো এবং বলতো যে টাকা না দিলে এখান থেকে বেচে ফিরতে পারবি না।

তিনি আরও বলেন, টানা দুই মাস আমাকে হাতুড়িপেটা করে মাফিয়া গ্রুপের সদস্যরা। খাইতেও দিতো না। ১৫ দিন পর এক মিনিট বাড়িতে কথা বলতে দিতো শুধু মাত্র টাকা চাওয়ার জন্য। এদিকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে স্ত্রী-সন্তানসহ বাড়ি ছেড়ে পালিয়ে যায় দালাল মঞ্জেল। একপর্যায়ে সুদে ১০ লক্ষ টাকা জোগাড় করে মাফিয়াদের কাছে আকুতি মিনতি করলে আমার পরিবারের সম্পর্কে তথ্য নিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে লিবিয়ার মিশ্রতায় নিয়ে সাগর পাড়ের একটা ঘরে ৩ মাস আটকে রাখে দালাল মঞ্জেলের লোকজন এবং আবারও গেম দিবে বলে দুই লাখ টাকা চায়। এসময় বললাম যে মোট ২৪ লাখ তো দিলাম আবার টাকা চান কেন। তখন সে আমাকে হুমকি দিয়ে বলে যদি ইতালি যেতে চাস তাহলে আরো ২ লাখ টাকা দেওয়া লাগবে। পরে আবার আমার বাড়ি থেকে টাকা জোগাড় করে আমার বোনের মাধ্যমে দালালের আত্মীয়দের কাছে দেয়। কিন্তু তারপরও গেম দেয়নি। বরং ওই দেশের সেনাবাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে মিশ্রতা থেকে বেনগাজিতে ফেরত আনে। সেইটা ছিল চিসতী নামে এক দালালের ঘর। বিভিন্নভাবে মোট ১১ মাস আমাকে লিবিয়ায় নির্যাতন করেছে। হাটার শক্তি ছিল না। আমার শরীরে উকুন হয়ে গেছিলো। পরে একজনের হাতে পায়ে ধরে সেখান থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে মুমূর্ষু অবস্থায় গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে বাড়ি ফিরে আসি। হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার পায়ের হাড্ডি চূর্ণবিচূর্ণ করে ফেলেছে মাফিয়া দালালরা। এখন লাঠি ভর দিয়ে হাটতে হয়।

আসিফ জানায়, লিবিয়া থাকতেই দালাল মঞ্জেলের স্ত্রী তাসলিমা আমাকে বিভিন্ন হুমকি দিছে। সে বলে অলিদ (লিবিয়ার শীর্ষ মাফিয়া) হলো আমার ভাই। তুই যদি বাড়িতে তেমন কিছু বলস তাহলে অলিদকে বলে তোকে এমন জায়গায় পাঠাবো আর জীবনে বাংলাদেশে ফিরে আসতে পারবি না। তোকে শুট করে মেরে ফেলবে। অলিদ হলো লিবিয়ার বড় মাফিয়া দালাল। তার দ্বারা লিবিয়ায় সব কিছুই সম্ভব। কারণ পুলিশ প্রশাসন সব কিছুই তার হাতে। সে চাইলে একটা লোক মারতেও পারে আবার ইতালিও পাঠাতে পারে।

দেশে আসার পরও মামলা করার সাহস পাই নাই। তারা হুমকি দিছে কোন মামলা করলে আমাকে মেরে ফেলবে। আমার বাবা নিখোঁজ রয়েছে। ৪ ভাই-বোনের মধ্যে আমিই বড় সন্তান। জায়গা জমিসহ যা হারাবার সব তো হারিয়েই ফেলছি। এখন পাওনাদাররা টাকার জন্য আমাকে প্রতিদিন চাপ দিচ্ছে। আমি টাকাগুলো ফেরত চাই। যাতে দেনা পরিশোধের পর কিছু করে খেতে পারি। তাই আগে আপনাদের (সাংবাদিক) জানালাম যেন আমার কোন ক্ষতি করলেও প্রমাণ থাকে। পরে আইনের আশ্রয় নিবো।

সাগরপথে ইতালি যাওয়ার ইচ্ছা জাগলো কেন? এমন প্রশ্নের উত্তরে আসিফ বলেন, গত ৩ বছর আগে আমার বাবা লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হয়। এখনো তার সন্ধান পাই নাই। এজন্য আমার আক্ষেপ ছিল যে আমি ইতালি যাবো। তা যেভাবেই হোক।

স্থানীয় মো. রাকিব মোল্লাসহ একাধিক ব্যক্তি বলেন, মঞ্জেল আনেকদিন যাবত বিদেশে লোক নেওয়ার দালালি কাজে জড়িত। প্রায় ১৫ জনের মতো লিবিয়া ফেরত ভুক্তভোগী আছে। তারা দেশে ফিরে আসার পর ৪/৫ জন মিলে এই দালালের বাড়িতে এসে সংবাদ সম্মেলন করছিল। পরে তাদেরকে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন দালালের বোন স্বপ্না। এসময় এলাকার গণ্যমান্য ২/৩ জন ব্যক্তি এর ভার নিছিল। কিন্তু এখনো কোন মীমাংসা হয় নাই। আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার হোক বা ক্ষতিগ্রস্তরা যেন বাঁচতে পারে এমন একটা সুষ্ঠু সমাধান হোক।

দালাল মেহেদী হাসান মঞ্জেল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে গেলেও বাড়ি দেখাশোনার জন্য তার মাছের ঘের ম্যানেজার আবুল কালাম আজাদকে রেখে গেছেন। তার কাছে দালাল মেহেদী হাসান ওরফে মঞ্জেলের বিষয় জানতে চাইলে তিনি বলেন, সে কোথায় আছে তা আমি জানি না। মাঝেমধ্যে রাতের বেলায় নম্বর খুলে ফোন দিয়ে হিসাব নেয় আবার বন্ধ করে রাখে। আমার প্রয়োজন হলেও তাকে ফোনে পাই না।
তিনি আরও বলেন, হঠাৎ করে একদিন বিশেষ কাজে বাড়ির বাইরে যাচ্ছি বলে আমার উপর বাড়ির দায়দায়িত্ব দিয়ে চলে যায়। এরপর থেকেই দেখি বাড়িতে বিভিন্ন লোকজন আসে তাকে খুঁজতে। একপর্যায়ে জানতে পারি বিদেশ নেওয়ার বিষয় তার কাছে টাকা পাবে মানুষ। এগুলো দেখে আমি এখান থেকে চলে যেতে চাইলে সে বলছে দ্রুতই সবার সাথে মীমাংসা করে ফেলবে।

এ বিষয়ে দালাল মঞ্জেলের বোন স্বপ্না বেগমের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়েন। এমনকি তার মোবাইল নম্বরটিও কারো কাছে পাওয়া যায়নি বিধায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান (হাবি) বলেন, আমার জানামতে মঞ্জেল পলাতক আছে। তার খোঁজ খবর নিয়ে দেখি যোগাযোগ করা যায় কিনা। তবে সম্পূর্ণ বিষয়টি আমার জানা নাই।

আরএস

Link copied!