Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫,

কক্সবাজারে গাছ সুরক্ষায় বন বিভাগের পেরেক অপসারণ কর্মসূচি

মো. আবদুল হালিম, কক্সবাজার

মো. আবদুল হালিম, কক্সবাজার

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৯:০০ পিএম


কক্সবাজারে গাছ সুরক্ষায় বন বিভাগের পেরেক অপসারণ কর্মসূচি

কক্সবাজারে বন বিভাগের উদ্যোগে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার সদরের গুণ গাছতলা থেকে গ্যালির মধ্যদিয়ে বিভিন্ন প্রজাতির গাছ থেকে পেরেক অপসারণ কার্যক্রম শুরু হয়।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) ইমরান হোসেন সজীব, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল সাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

মারুফ হোসেন বলেন - আমরা আজ থেকে শুরু করেছি এটি মাসব্যাপী চলমান থাকবে। গাছের জীবন যেনো ব্যাহত না হয় এরই ফলশ্রুতিতে আমাদের এই কর্মসূচি।

কর্মসূচিতে বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

আরএস
 

Link copied!