Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে মোবাইল দোকানে চুরি করতে গিয়ে ৪ চোর হাতেনাতে ধরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:১১ পিএম


কালিয়াকৈরে মোবাইল দোকানে চুরি করতে গিয়ে ৪ চোর হাতেনাতে ধরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাজী মোকদম প্লাজা ও দেওয়ার বাজারে মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে চার চোর হাতেনাতে ধরা পড়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই দুটি পৃথক ঘটনায় তাদের আটক করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে চন্দ্রা হাজী মোকদম প্লাজায়, যেখানে ৩ চোর মোবাইলের দোকানে চুরি করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে ফেলেন। একই সময়ে, দেওয়ার বাজারের একটি দোকানে চুরি করার সময় আরও ২ জন চোর ধরা পড়ে।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-ঠিকানা জানা যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে থানায় দিয়েছে।

কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) এসআই আবুল কালাম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

বিআরইউ 

Link copied!