Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫,

বাগাতিপাড়ায় ঘরোয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:১৮ পিএম


বাগাতিপাড়ায় ঘরোয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় নওশেরা যুব কল্যাণ সংঘ আয়োজিত ঘরোয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ‘ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মোবাইল গেমস ও মাদক ছেড়ে খেলার মাঠে চল‍‍‍‍‍‍‍‍’ স্লোগানে উপজেলার নওশেরা জামে মসজিদ প্রাঙ্গণে জুনিয়র ও সিনিয়র দুটি গ্রুপের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত্য অনুষ্ঠানে নওশেরা যুব কল্যাণ সংঘ‍‍`র আহ্বায়ক মোখলেছুর রহমান খান জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংগঠনটির উপদেষ্টা বাগাতিপাড়া সরকারি কলেজের প্রভাষক (অব.) মো. কামরুল হক খান (কানু)।

সংঘটির সদস্য স্থানীয় সাংবাদিক আল-আফতাব খান সুইট ও উত্তম কুমার ভৌমিকের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান তারা, আলাউল আলম খান লাবলু, মুঞ্জুরুল আলম খান মণি, শ্রী বলই চন্দ্র মন্ডল, আইয়ুব আলী খান, সাবেক মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও ওই মহল্লার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিনিয়র গ্রুপে রিংকু-প্রিন্স এর ছোটভাই বড়ভাই দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াদ-পোষন এর নেট টাইটার্স দল। জুনিয়র গ্রুপে এমএম ক্যাপিটালস এর মিহাদ-মুরাদকে পরাজিত রিত্তিক-জিম্মার ব্যাডমিন্টন রাইডার্স জয়ী হয়।

সিনিয়র গ্রুপে নেট টাইটার্স দলের রিয়াদ এবং জুনিয়র গ্রুপে ব্যাডমিন্টন রাইডার্স দলের জিম্মা উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।


বিআরইউ 

Link copied!