আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:১০ পিএম
আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:১০ পিএম
‘জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সহজতর করার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে উপজেলাটি ১ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক সমীক্ষায় ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনের পরিসংখ্যান অনুযায়ী, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৯৭৮টি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা মোট প্রয়োজনীয় সংখ্যার ৮৮.১৮%। একই সময়ে, ১৩১টি মৃত্যু নিবন্ধন হয়েছে, যা ১০৩.৯৩% সফলতা দেখিয়েছে।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার ৮০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে ও সেবা সহজ করতে আমরা নিরলসভাবে কাজ করছি। ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদগুলোতে আকস্মিক পরিদর্শন শুরু করেছেন।
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। ঈশ্বরগঞ্জ উপজেলার এ সফল উদ্যোগ অন্যান্য উপজেলাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বিআরইউ