Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫,

পুলিশ কমিশনার

রমজান উপলক্ষে বরিশালের ১৮ পয়েন্টে থাকবে চেকপোস্ট

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:৫২ পিএম


রমজান উপলক্ষে বরিশালের ১৮ পয়েন্টে থাকবে চেকপোস্ট

বরিশালের মানুষ যাতে নির্বিঘ্নে রোজা ও ঈদ পালন করতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন মেট্রোপলিটন পুলিশ। বরিশালের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা মোতায়ন ও কার্যকরি পদক্ষেপ গ্রহণের বিষয় সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম একথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বান্দরোডে পুলিশ হেডকোয়ার্টার কার্যালয়ের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন করা হয়।

এ সময় পুলিশ কমিশনার বলেন, এবারে আইনশৃক্ষলা নিয়ন্ত্রণে রাখতে প্রথম রমজান থেকেই ১৮ টি পয়েন্টে চেকপোস্ট থাকবে গোটা নগরীতে। প্রতিটি শপিংমলে বাড়তি পুলিশের পাশাপাশি অনান্য বাহিনীর সদস্যরাও সারাক্ষণ টহল দিবেন। বিশেষ করে লঞ্চঘাট ও বাসস্টেশনগুলোতে রাত্রিকালিন নিরাপত্তা ব্যবস্থা কঠোর অবস্থানে রাখা হবে। যাত্রি হয়রানী কিংবা ছিনতাইকারীদেও রুখতে আজ থেকেই সাড়াশী অভিযান শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, শহরে যাতে মাদক প্রবেশ করতে না পারে এজন্য প্রতিটি প্রবেশ দ্বারে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শহরের বাইরের অবাঞ্চিত যানবাহন ঢুকতে দেয়া হবে না। তাই আইনশৃক্ষা বাহিনীকে সাধারণ মানুষ যেন তথ্য দিয়ে সহযোগিতা করে সে বিষয় অনুরোধ জানিয়েছেন এই পুলিশ কর্তা।

সভায় বরিশালের সিনিয়র সাংবাদিকরা এসময় নানা পরামর্শ মূলক বক্তব্য রাখনে।

ইএইচ

Link copied!