মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৬:৩৭ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৬:৩৭ পিএম
রাঙামাটির রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম উসচিং মারমা (৪৫)।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
তিনি বলেন, আজ সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খেত কামাতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসচিংকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলা বাগানের কাজ চলছিল। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায়ই লোকালয়ে নেমে আসে। বৃহস্পতিবার সকালে বন্য হাতির দল কলা গাছ খেতে নামে। এ সময় হাতির আক্রমণে কৃষক উসচিং মারমার মৃত্যু হয়।
ইএইচ