Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

সালিশ মীমাংসায় বিরোধ নিষ্পত্তিতে আইন বিষয়ক কর্মশালা

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:১৩ পিএম


সালিশ মীমাংসায় বিরোধ নিষ্পত্তিতে আইন বিষয়ক কর্মশালা

মাদারীপুরে পৌর নাগরিকদের মধ্যে সালিশ মীমাংসায় বিরোধ নিষ্পত্তির জন্য পৌর বোর্ড আইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের আয়োজনে তাদের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মো. সজীব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ ও সহকারী প্রধান সমন্বয়কারী মাসুমুল হক।

কর্মশালায় মাদারীপুর পৌর শহরের সাবেক জন প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় পারিবারিক ও সামাজিক জীবনে পৌর বোর্ড আইনের অধীনে সালিশ মীমাংসার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

ইএইচ

Link copied!