অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:৩২ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:৩২ পিএম
৫৩ বছর বৈষম্যের শিকার বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবীতে যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাংবাদিক সম্মেলন করেছে।
বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
এ সময় তিনি বলেন, দেশের ৯৫ শতাংশ মাধ্যমিক শিক্ষার্থী এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ করেন, অথচ সেই শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিকার। অন্যদিকে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষালাভকারী শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩ শতাংশ। তাছাড়া একই পাঠ্যপুস্তক, সিলেবাস, এবং একই বোর্ডের অধীনে পড়ালেখা করা সত্ত্বেও এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার সরকারি প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। তাহলে কেন এই বৈষম্য? সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসাভাতা, শতভাগ উৎসবভাতা এবং এমপিও ভুক্ত শিক্ষাব্যবস্থার জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না শিক্ষকরা।
আজ (২৭ ফেব্রুয়ারি) এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলার ৫৪টি এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অর্ধদিবস শ্রেণি কার্যক্রম কর্মসূচি পালন করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবী মেনে রাজপথ ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার সুযোগ প্রদান করবেন। আমাদের যে প্রাতিষ্ঠানিক আয়, সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে জাতীয়করণ করতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। তাই আকুল আবেদন, সরকারি ও বেসরকারির মধ্যে কোনো বৈষম্য রাখা উচিত নয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি তমিজ উদ্দিন গাজী, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন হাজরা, কোষাধ্যক্ষ চারমিন সুলতানা, তথ্য ও যোগাযোগ সম্পাদক তৈয়েবুর রহমান, মহিলা সম্পাদক উল্কা রাণী বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মধুসুদন রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ইএইচ