Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:৩৮ পিএম


চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে চৌগাছা-আন্দুলিয়া সড়কের চুলকানি বাজার ইউছুপ মোড়ে এ ঘটনা ঘটে। মৃ

ত হাসিনা বেগম উপজেলার আন্দুলিয়া গ্রামের শফি উদ্দীনের স্ত্রী।

নিহতের প্রতিবেশী শাহ আলম বলেন, তিনি চৌগাছা ডিভাইন গার্মেন্টস কর্মীদের শিশুদের দেখভাল করার কাজ করতেন। ঘটনার দিন তিনি চৌগাছা থেকে আসার পথে চৌগাছা-আন্দুলিয়া সড়কের চুলকানি বাজার ইউছুপ মোড়ে পৌঁছালে একটি ইট ভাটার ট্রাক তার বহনকারী অটোয় ধাক্কা মারে।

এতে হাসিনা বেগম গাড়ী থেকে ছিটকে পিচের রাস্তার উপর পড়ে যান। এ সময় তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!