Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

উলিপুরে ট্রাক্টরের লাঙ্গলে কাটা পড়ে যুবকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৯:০৭ পিএম


উলিপুরে ট্রাক্টরের লাঙ্গলে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের লাঙ্গলে কাটা পড়ে প্রকাশ চন্দ্র (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে। কাটা পড়া যুবক ওই গ্রামের মৃত তারপদ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার মোজা মিয়ার ট্রাক্টর দিয়ে নন্দুনেফরা গ্রামের তিস্তা নদীর চরে জমি চাষ করার সময় নিহত প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে বসে ছিলেন। এ সময় ট্রাক্টর থেকে পড়ে গিয়ে লাঙ্গলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার আইনগত সহায়তা চাইলে তাদেরকে সহায়তা করা হবে।

ইএইচ

Link copied!