মোরেলগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৯:১২ পিএম
মোরেলগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৯:১২ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি এইচ. এম. মইনুল ইসলাম। বিষয়ভিত্তিক আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।
উদ্বুদ্ধকরণ সমাবেশে প্লাস্টিক ও পলিথিন দূষণের প্রভাবে পরিবেশ ও সুন্দরবনের ক্ষতি সম্পর্কিত আলোচনা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন সুরক্ষায় গঠিত ইয়ুথ ফোরামের সদস্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ইএইচ