Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১২:৩৮ এএম


ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি ছাত্রদের নতুন গঠিত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এ বিষয়ে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে সরকারের দায়িত্বে থাকার কারণে কোনো দলের সঙ্গে তার সম্পর্ক নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, সে কারণে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারি না।’

তিনি আরও বলেন, ‘এমনকি নতুন রাজনৈতিক দল গঠন করা হলেও, আমাদের আশা সব রাজনৈতিক দলই জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করবে এবং জনগণের সেবা করবে।’

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনা চলমান রয়েছে। তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে, আপনাদের জানানো হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে ছিনতাই বেড়ে যাওয়ার পর সরকার টহল বাড়িয়েছে এবং ঢাকার বিভিন্ন মোড়ে বিভিন্ন বাহিনী টহল দিচ্ছে। আমরা আশা করছি পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে।’

এছাড়া, তিনি ওই এলাকাতে একটি সড়ক উদ্বোধন করেন এবং বাঙ্গরাবাজার থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও এলজিআরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!