Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

পুলিশকে অবরুদ্ধ করে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলা প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১২:৩০ পিএম


পুলিশকে অবরুদ্ধ করে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার

অবশেষে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়া পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল জলিলকে (৪৪) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন।

পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন জানান, গত ২১ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায় ফরিদপুর উপজেলা বেড়বাউলিয়া গ্রামস্থ আব্দুল জলিলকে  ডিবি পুলিশ আটক করলে তার সমর্থকগণ পুলিশের কাজে বাঁধা প্রদান করে ডিবি পুলিশের উপর আক্রমণ করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। সমর্থকগণ তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, হাসুয়া, হাতুড়ি, এসএস পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যদের ওপর আক্রমণ করে। আসামিরা বাঁশের লাঠি ও ইট পাটকেল দ্বারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামি জলিলকে গ্রেফতারে বাঁধা প্রদান করে জলিলকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল হতে চলে যায়।এবং ৫জন পুলিশ সদস্য জখমপ্রাপ্ত হয়।

উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে ফরিদপুর থানার এসআই (নিঃ) মো. আল ইমরান বাদী হয়ে ফরিদপুর থানার মামলা দায়ের করেন। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ, ফরিদপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা সদর থানাধীন আলিয়া মাদ্রাসা মোড়, সিএনজি স্ট্যান্ড হতে আজ বিকেলে পলাতক আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করেন।

বিআরইউ

Link copied!