Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

সাপাহারে প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৪:৫৪ পিএম


সাপাহারে প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি

রমজান মাসকে কেন্দ্র করে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ডিম ৪০ টাকা হালি, গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সুযোগ সৃষ্টি করেছেন প্রশাসন।

জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তাদের সুবিধার জন্য ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলা জিরো পয়েন্ট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সপ্তাহে দুই দিন, শুক্রবার ও মঙ্গলবার, জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। 
উপজেলা নির্বাহী অফিসার বলেন, "এই পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল ৭ টায় সাপাহার উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে একটি করে ষাড় গরু জবাই করে জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি পরিবার একদিনে সর্বোচ্চ ১.৫-২ কেজি পর্যন্ত গরু মাংস কিনতে পারবেন। এছাড়া আজ থেকে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন মুড়ি, চিড়া, ডাল, তেল, সেমাই, ছোলা, পিয়াজ, রসুনের ন্যায্য মূল্যের একটি দোকান চালু করা হয়েছে।"

উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বেলাল হোসেন বলেন, "বাজারে যেখানে ১ কেজি গরুর মাংসের দাম ৭২০-৭৫০ টাকা, সেখানে ইউএনও মহোদয়ের কারণে আমরা খুব কম মূল্যে গরুর মাংস কিনতে পেরে চরম খুশি হয়েছেন সাধারণ নিম্ন আয়ের মানুষ।"

ইএইচ

Link copied!