Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২ হাজার রোগী

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৫:৪৬ পিএম


মনোহরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২ হাজার রোগী

মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশন ও উত্তরা ডক্টরস ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় পূর্ব বাতাবাড়িয়া কলবাড়ি সংলগ্ন মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ডক্টরস ক্লাবের অন্যতম সমন্বয়ক ডা. এ এস এম শাহরিয়ার আহমেদ শুভ, পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম সোহাগ, সহ সভাপতি ইমাম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ প্রমুখ।

সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও রক্ত পরীক্ষা, ইসিজিসহ সেবা সামগ্রী ওষুধ বিতরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!