Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঝালকাঠিতে জামায়াতের শোভাযাত্রা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:২৫ পিএম


দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঝালকাঠিতে জামায়াতের শোভাযাত্রা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে ঝালকাঠিতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার বিকাল ৫টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক।

প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের মনোনয়নপ্রাপ্ত, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ নেয়ামুল করীম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম বাবু, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, যুগ্মসম্পাদক মাওলানা কাওছার হোসাইন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি এনামুল হাসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় তারা রমজানের পবিত্রতা রক্ষায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখাসহ রমজানের সিয়াম সাধনায় অনুকূল পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ায় একই কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।

ইএইচ

Link copied!