কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:৩৭ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:৩৭ পিএম
পটুয়াখালীর কলাপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে চুরির চেষ্টায় লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
তবে, নিরাপত্তা প্রহরী ও ডিউটি ম্যানের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে যায়।
বৃহস্পতিবার মধ্যরাতে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ভিতরে এ ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি চুরির উদ্দেশ্যে কলাপাড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে প্রবেশ করে। তারা অফিসের নিচে রাখা ১টি ৫০ কেভিএ ট্রান্সফরমারের ঢাকনা খুলে কয়েল চুরির চেষ্টা করে। এ সময় জোনাল অফিসের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম চৌধুরী ও অভিযোগ কেন্দ্রের ডিউটি ম্যান মো. মাহাবুবুর রহমান শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে চোরদ্বয় দৌড়ে ক্যাম্পাসের উত্তর-পূর্ব কর্ণার দিয়ে পালিয়ে যায়। তারা চোরদের পেছনে ধাওয়া করে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। ট্রান্সফরমারটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ১ লাখ ৬১ হাজার ৬’শ ১৭ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানা যায়।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি জোনাল অফিসে প্রবেশ করে নিচে রাখা ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। কিন্তু অফিসের নিরাপত্তা প্রহরী ও ডিউটি ম্যানের তৎপরতায় চুরি করতে ব্যর্থ হয়। তবে, এতে সমিতির প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইএইচ