Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

ভৈরবে ছিনতাই ও ধর্ষণ বন্ধে ওসিকে আলটিমেটাম

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:৪২ পিএম


ভৈরবে ছিনতাই ও ধর্ষণ বন্ধে ওসিকে আলটিমেটাম

কিশোরগঞ্জের ভৈরবে ব্যাপক হারে বেড়ে গেছে চুরি-ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনা। ছিনতাইকারীর অভয়ারণ্যতে পরিণত হয়েছে। গত তিন মাসে উপজেলায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিনিয়তই এসব অপরাধ বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার অবনতিকে দায়ী করছেন বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা।

এসব অপরাধ বন্ধে শুক্রবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে ভৈরব থানার ভিতরে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র সমাজ।

এ সময় ভৈরব থানার ওসিকে ৭২ ঘণ্টার ভিতর ছিনতাই ও ধর্ষণ বন্ধে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।

সমাবেশ চলাকালে ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী সমাবেশ বন্ধে বাধা দিলে ক্ষেপে যায় শিক্ষার্থীরা।

তারা এ সময় ছিনতাই বন্ধের বিষয়ে ওসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ওসি ১৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে শিক্ষার্থীদের ব্যাখ্যা দেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরাফাত রহমান জিহাদ, শরীফুল হক তন্ময়, শাহারিয়া সাহিম ও মাহিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!