জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:৪১ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৮:৪১ পিএম
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি থানায় একজন ও মাটিরাঙ্গা থানায় একজনসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে জেলার ৯টি থানা থেকে ১৯ দিনে মোট ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি মেম্বার মো. বেলাল হোসেন (৬৭) এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আমির হোসেন (৪৮)।
গত ১৬ ফেব্রুয়ারি দিঘীনালা থানায় একটি দেশীয় তৈরি শুটার গান ও একটি লাল কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে মহালছড়ি থানায় একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
‘অপারেশন ডেভিল হান্ট’ গত ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমন ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও সর্বাত্মক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
ইএইচ