ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:১২ পিএম
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:১২ পিএম
সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে পানি প্রবাহ বাধাগ্রস্ত করায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, মালেক মুন্সি বাজারের পূর্বে গুপ্তছড়া সড়কের রাস্তার উত্তর পার্শ্বে মো. সফিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি নির্মাণাধীন স্থাপনার সামগ্রী ভেঙে পানি প্রবাহ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা এ অভিযান পরিচালনা করেন।
হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সি বাজার সংলগ্ন এলাকায় সরকারি খালের প্রবাহ বাধাগ্রস্ত করে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল।
এ অপরাধে জড়িত মো. সফিককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ‘সরকারি খাল দখল করা একটি গুরুতর অপরাধ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ইএইচ