Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

দিনাজপুর শহর জামায়াতের পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ১, ২০২৫, ০৩:৪৩ পিএম


দিনাজপুর শহর জামায়াতের পুনর্মিলনী অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর শহরের ২নং ওয়ার্ডের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. রাশেদীন আলমের সভাপতিত্বে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রাজিবুর রহমান পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মো. সিরাজুস সালেহীন।

২নং ওয়ার্ড জামায়াতের যুব ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রেজওয়ানুল হক লেলিনের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—দিনাজপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি মো. সোহেল রানা, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও শহর জামায়াতের সাবেক সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজিবুর রহমান পলাশ ইসলামী আন্দোলনকে বেগবান করতে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
২নং ওয়ার্ড জামায়াতের নতুন কমিটি ঘোষণা

অনুষ্ঠানের শেষ অংশে জামায়াতে ইসলামী দিনাজপুর শহরের ২নং ওয়ার্ডের ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটি নিম্নরূপ: সভাপতি মো. রাশেদীন আলম, সেক্রেটারি এইচ. এম. শহিদুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মো. আশরাফুল আবেদীন (অরেঞ্জ), পাঠাগার সম্পাদক মো. মাহফিজুর রহমান, অফিস সম্পাদক মো. আব্দুল মুকিত, তারবিয়াত সম্পাদক মাওলানা মো. মজিবুর রহমান, যুব ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেজওয়ানুল ইসলাম লেলিন।

ইএইচ

Link copied!