ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মার্চ ১, ২০২৫, ০৩:৪৯ পিএম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মার্চ ১, ২০২৫, ০৩:৪৯ পিএম
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বণিক সমিতি ফুলবাড়ী বাজারে ময়লা আবর্জনা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরিষ্কার অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করেন। ফুলবাড়ী বণিক সমিতির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সেরা, সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন (অব.) সেনা সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টুকু, কোষাধক্ষ্য আমজাদ হোসেনসহ আরও অনেকে।
মাহে রমজান উপলক্ষে এই পরিষ্কার অভিযানকে স্বাগত জানিয়ে ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী ও সুধী সমাজ ফুলবাড়ী বণিক সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন।
ইএইচ