Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

মধুপুরে রমজানের স্বাগত মিছিল

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মার্চ ১, ২০২৫, ০৪:১৭ পিএম


মধুপুরে রমজানের স্বাগত মিছিল

‘আহলান সাহলান মাহে রমজান’ স্লোগানকে সামনে রেখে রমজানের স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন মধুপুর শাখা।

বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন মধুপুর শাখার আয়োজনে শনিবার দুপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবিতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মধুপুর মালাউড়ী কাজী পাড়া জামে মসজিদ থেকে বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড আনারস চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য দেন- মধুপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার প্রচার বিষয়ক সম্পাদক মুফতী ফয়সাল আহমেদ, টাঙ্গাইল জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক রাফি বিন রেজাউল, মধুপুর উপজেলা শাখার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

সমাবেশ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আনোয়ার হোসেন।

বক্তারা এ সময় রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলা সকল প্রকার খাবারের হোটেল বন্ধ রাখার দাবী জানান এবং রমজান মাসে ইফতার ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালু রাখার জন্যও দাবি করেন।

ইএইচ

Link copied!