মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
মার্চ ১, ২০২৫, ০৫:০২ পিএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
মার্চ ১, ২০২৫, ০৫:০২ পিএম
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এসআই ইউসুফ আলী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
হামলাকারীরা এসআই ইউসুফ আলীর মানিব্যাগসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
এ পুলিশ কর্মকর্তা কেঁদে কেঁদে বলেন, "আমাদের নিরাপত্তা কোথায়? যেখানে আমাদের নিরাপত্তা নিশ্চিত নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু?"
শুক্রবার এসআই ইউসুফ আলী মাদক সেবনের গোপন সংবাদ পান। ওই সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে যান। তখন যুবকরা পুলিশের কাছে ভুল স্বীকার করে এবং দুঃখ প্রকাশ করে চলে যাওয়ার কিছুক্ষণ পর তারা সঙ্গী নিয়ে পুলিশের উপর হামলা করেন।
এরপর নিজেদের বাঁচাতে তারা ভুয়া পুলিশ মনে করে হামলা চালানোর কথা বলেন আটককৃত সাইমন ও আলী ইমাদ (ওরফে তাফসির ইমাদ)।
মাদকসেবীদের হামলায় আক্রান্ত পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয়রা আসেন এবং ঘটনাস্থল থেকে দুইজনকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় সময় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। প্রশাসন কৌশলে দায়িত্ব পালন করলে ওই এলাকা মাদকমুক্ত করা সম্ভব হবে।
বন্দর জোনের উপ পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লা বলেন, "তারা ওই পুলিশ কর্মকর্তাকে ভুয়া পুলিশ বলে আক্রমণ করেছে। স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা হামলাকারীদের সেখানেই আটক করেন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং ছোট ছোড়া উদ্ধার করা হয়েছে।"
এ ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১২) অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইএইচ