আরিফ হোসেন, বরিশাল ব্যুরো
মার্চ ১, ২০২৫, ০৫:১৫ পিএম
আরিফ হোসেন, বরিশাল ব্যুরো
মার্চ ১, ২০২৫, ০৫:১৫ পিএম
পবিত্র রমজান শুরুর আগের দিন শনিবার বরিশালে বেসামাল ছিলো নিত্যপণ্যের বাজার।
বিকাল পর্যন্ত বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ সমানতালে ইফতার সামগ্রী কিনছে। বাজারগুলোতে প্রচণ্ড ভিড় ছিলো। বাড়তি দাম শুনেই হিমশিম খাচ্ছে ক্রেতারা।
ইতোমধ্যে দাম বেড়েছে লেবু, বেগুন, শসা, বিভিন্ন ফল ও মাংসের। কয়েক মাস ধরে চলা ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। দোকানে মিলছে না পর্যাপ্ত সয়াবিন তেল।
বরিশাল নগরীর পোর্ট রোড বাজারে দুপুরে ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, ছোলা, ডাল, খেজুর, গরুর মাংসসহ সব পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে।
তবে কৃষি বিভাগ বলছে, রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং শুরু হবে রবিবার থেকে। সারাবছর যেন রমজানের অপেক্ষাতেই থাকেন ব্যবসায়ীরা।
মুসলিম দেশগুলোতে এ মাসে সব পণ্যের দাম কমলেও বাংলাদেশে রমজানেই সবচেয়ে বেশি বাড়ে নিত্যপণ্যের দাম। বছরের পর বছর এই রীতি ভাঙছে না কোনো উদ্যোগেই। এবারও সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে অস্থির বাজার। এর চাপে পিষ্ট সাধারণ মানুষ।
বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি, যার গত সপ্তাহে ছিল ৬০ টাকা কেজি। ছোলাবুট প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে এখন ১১৫ টাকা, চিনি ১৫০ টাকা, মসুরের ডাল ১৩০ টাকা, গরুর মাংস দাম বেড়ে ৮০০ টাকা উঠেছে। আর খেজুরের দাম বেড়েছে তিনগুণ। অন্য সব পণ্যের দামও প্রায় সমান তালে বেড়েছে।
এসব বাজারে ঘুরে দেখা যায়, রমজান উপলক্ষে প্রতিটি নিত্যপণ্যের দোকানের সামনে রয়েছে ক্রেতাদের ব্যাপক ভিড়। ক্রেতারা দরদাম করে পণ্য কিনছেন।
একই রকমভাবে গরু ও মুরগির মাংসের দোকানের সামনেও দেখা গেছে ক্রেতার জটলা। তবে রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকরী উদ্যোগ দেখতে চান সাধারণ মানুষ।
ইএইচ